আয়কর মেলা: ষষ্ঠ দিনে ১০২ কোটি টাকা আদায় TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ 596 Viewsআয়কর মেলার ষষ্ঠ দিনে চট্টগ্রামে ১০২ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৭০২ টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৯ হাজার ৬৬৭ জন। ৭ ৯৪ জন নতুন ইটিআইএন খুলেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) নগরীর জিইসি মোড় কনভেনশন সেন্টারে আয়কর মেলায় এসে সেবা নিয়েছেন মোট ৪৩ হাজার ২৪৯ জন। সোমবার মেলার পঞ্চম দিনে ৮৫ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ৩৮ টাকার আয়কর আদায় হয়েছিল। SHARES অর্থনৈতিক বিষয়: