কোটচাঁদপুরে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করলেন এমপি চঞ্চল TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১ 848 Viewsএসএম রায়হান.কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চলের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের এই চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। এসময় তিনি ২০ জন অসচ্ছল ব্যক্তিদের মধ্যে ৫৩ হাজার টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলামসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। SHARES অর্থনৈতিক বিষয়: