জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন আজ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯ 392 Viewsআজ শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভাপতিত্ব করবেন। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার মো.আলী আকবরের পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয় । এতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর (শনিবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মেলনে অতিথি হিসেবে সরকারের একাধিক মন্ত্রী ও সুপ্রীমকোর্টের বিচারপতিরা উপস্থিত থাকবেন। এছাড়া দেশের নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন। SHARES আইন আদালত বিষয়: