ভিডিও কনফারেন্সে চলবে আদালত, অধ্যাদেশ জারি

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, মে ১০, ২০২০
328 Views

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রাদুর্ভাবের কারণে ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত এই অধ্যাদেশ জারি করেছে সরকার। এর মধ্য দিয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কাজ পরিচালনার পথ উন্মুক্ত হলো।

গতকাল রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানায়, সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

অধ্যাদেশ জারির মাধ্যমে বিচারপ্রার্থী, আইনজীবী এবং সাক্ষীদের ভার্চুয়াল উপস্থিতিতে মামলার কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ হলো। এ পদ্ধতিতে বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহন, যুক্ত-তর্ক গ্রহন, আদেশ বা রায় প্রদান করা যাবে।