আজ ৭ই মার্চ – ফজলুল হক আতিক TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ 227 Viewsসেই গর্জনেই অর্জন ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে নাম লেখালো স্বাধীন বাংলাদেশ একজন বঙ্গবন্ধু একটাই বাংলাদেশ তাঁর মেধা প্রজ্ঞা সততা সাহস আর দেশপ্রেমেই বাংলাদেশের জন্ম বঙ্গবন্ধু ক্ষমতাকে ভালোবাসেননি| হৃদয় দিয়ে দেশকে ভালো বেসেছেন দেশের মানুষকে ভালোবেসেছেন। অর্থ লোভ তাঁকে স্পর্শ করেনি কখনো। দেশের প্রতি ও মানুষের ভালোবাসার কাছে অর্থ ছিলো তুচ্ছ। এমন দরদী নেতা কি আর জন্মাবে কখনো এদেশে? কখনোই না। বাংলাকে ভালোবাসার এমন মানুষ আর কখনোই আসবে না এদেশে। তাঁর মতো করে কেউ বাংলাকে আর ভালোবাসবে না বাঙালিকে,তাঁর মতো করে কেউ আর আগলে রাখবে না। ইতিহাসের এই দিনে হে মহান নেতা আপনাকে হাজারো সালাম শ্রদ্ধাঞ্জলি | SHARES জাতীয় বিষয়: