হিজাব পড়ার অপরাধে ৬০ জন শ্রমিককে কারখানায় প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২ 276 Viewsহিজাব পড়ার অপরাধে ৬০ জন শ্রমিককে কারখানায় প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় হিজাব পড়ার অপরাধে একটি তৈরি পোশাক কারখানায় ৬০ জন শ্রমিককে কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ। শনিবার(১৬ এপ্রিল) সকালে আশুলিয়ার ইউনিক এলাকার চায়না মালিকানাধীন ইয়ং জিন ইটারন্যাশনাল কোম্পানি লিমিটডে এঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, ওই পোশাক কারখানায় কাজ করেন প্রায় ১২ শতাধিক শ্রমিক। কারখানার কিছু নারী শ্রমিক হিজাব পড়ে আসলে মালিকপক্ষ তা মেনে নিতে পারেনি। এর অংশ হিসেবে আজ সকালে ৬০ জন শ্রমিক হিজাব পড়ে আসলে কারখানা কর্তৃপক্ষ তাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি। শ্রমিকদের গেটের বাহিরে দাড় করিয়ে রাখা হয়েছে। এঘটনায় শ্রমিকদর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবিষয়ে কারখানা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। অপরদিকে বেতন বোনাসের দাবিতে সাভারের আক্রান এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। SHARES সারা বাংলা বিষয়: