ফারজানা রহমান শিমলার পক্ষ থেকে পার্বতীপুরে ৫০০ প্যাকেট ঈদের খাদ্য সামগ্রি উপহার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মে ২, ২০২২ 196 Viewsআসাদ সরকার, দিনাজপুর প্রতিনিধি। ঈদুল ফিতর উপলক্ষ্যে মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের এর চেয়ারম্যান ফারজানা রহমান শিমলার পক্ষ থেকে পার্বতীপুর পৌর সভার ৫০০ প্যাকেট ঈদের খাদ্য সামগ্রি উপহার দেওয়া হয়। শহরের টেইলার্স কারিগর,ভ্যান শ্রমিক,দুস্থ,বস্তিবাসি,ইমাম মোয়াজ্জেম,পথচারী,ও পৌর সভার সকল পাহারাদারএ ছাড়া ৩ নং রামপুর ইউনিয়নের চান্দেরডাংগি,হুগলীপাড়া,কাজিপাড়া,টার্মিনাল,১ নং বেলাইচন্ডি ইউনিয়নের কৈপুলকী,বিভিন্ন স্থানে অসহায় ও দূস্থ দের মাঝে বিতরন করা হয়,অত্র ফাউন্ডেশনের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন,আহসান হাবিব নয়ন,সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ,পার্বতীপুর উপজেলা শাখা। SHARES সারা বাংলা বিষয়: