সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের লাশ উদ্ধার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মে ১০, ২০২২ 553 Viewsসাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলে পাঁচতলা থেকে পড়ে অমিত কুমার বিশ্বাস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বিকেলে শহীদ রফিক জব্বার হলে পাঁচ তলা থেকে পা পিছলে নিচে পড়ে যান বোটানিক বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী অমিত কুমার বিশ্বাস। পরে শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার লাশ ক্যাম্পাসে নিয়ে যান। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা যায় নিহত শিক্ষার্থী বাড়ি যশোর জেলায় । অপরদিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ বছরের এক শিক্ষার্থী ও আশুলিয়ার তুরাগ নদী থেকে অজ্ঞাত ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ জনের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। SHARES দুর্ঘটনা বিষয়: