আশুলিয়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষপ্রেমীদের মানব বন্ধন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ৫, ২০২২ 78 Viewsআশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ‘‘পথিবী একটাই, তামার, আমার সবার’’ এই শ্লাগান বিশ্ব পরিবশ দিবস ২০২২ উপলক্ষ ঢাকার আশুলিয়ায় বৃক্ষ হাতে নিয়ে মানব বন্ধন করেছে একটি স্বেছাসবী পরিবেশবাদী সংগঠন কাশফুল। এসময় বৃক্ষপ্রেমী বিভিন্ন মানুষের হাতে ফলজ, বনজ ও ঔষুধী সহ বিভিন্ন প্রকারের বৃক্ষ বিতরণ করা হয়। শেষে একটি সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার জামগড়া ফ্যাটাসি কিংডমের সামনে এ কর্মসূচী পালন করেন তারা। স্বেছাসবী পরিবশবাদী সংগঠন কাশফুলের চেয়ারম্যান আকাশ মীরের উদ্যোগে এসময় প্রায় ২ হাজারটি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষুধী বৃক্ষ বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসময় কাশফুলের অন্যতম সদস্য মেজবাউল ইসলাম তাহসান লিখন সহ বিভিন্ন বয়সের প্রায় শতাধিক বৃক্ষপ্রেমী মানুষজন মানব বন্ধনে অংশগ্রহণ করেন। পরে এক পথসভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। SHARES মানববন্ধন বিষয়: