কালকিনিতে ইউপি নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমাল অবহিত করণ বিষয়ক মতবিনিময় সভা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ৫, ২০২২ 36 Viewsবি.এম.হানিফ,কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর-পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে,দুই ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা অবহিত করণ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ রবিবার সকালে উপজেলা নির্বাচন অফিস ও জেলা রিটানিং অফিসের আয়োজনে স্থানীয় নতুন অফিসার্স হল রুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কমিশন এবং মাদারীপুর জেলা প্রশাসন নির্বাচন সংক্রান্ত নিয়মাবলী তুলে ধরে বক্তব্য রাখেন। আগামী ১৫ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশ নিবে ২টি ইউনিয়ন। এ সভায় প্রার্থীদের পক্ষ থেকেও নানা প্রশ্ন স্বাপেক্ষে বক্তব্য দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, বিশেষ অতিথি ছিলেন জেলা অরিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, কালকিনি থানা ওসি শামীম হোসেন,চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে বক্তব্য দেন পূর্ব এনায়েত নগর ইউনিয়নের চলমান চেয়ারম্যানের স্বামী নেয়ামুল আকন,নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম দলিল উদ্দিন তালুকদার,এনায়েত নগর ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম,বিদ্রোহী প্রার্থী মোঃ হাবিবুর রহমান বেপারী,ইসলামী আন্দোলন দলের চেয়ারম্যান প্রার্থী সুমন আকন। মহিলা প্রার্থীদের পক্ষে সাগির বিশ্বাসের সহধর্মিনী সুমা বেগম ও শাহানাজা বেগম প্রমুখ। SHARES মানববন্ধন -সভা-সমাবেশ বিষয়: