শেষ হলো ‘আতা পাগলা ও জামাই বাবা’ নাটকের শুটিং TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২ 699 Viewsবিনোদন ডেস্ক: চিত্রনাট্য ও পরিচালনা শাফিন আহম্মেদের আতা পাগলা ও জামাই বাবা” নামে দুটি নাটকের শুটিং সম্পূর্ণ হয়েছে। “আতা পাগলা” নাটকটি রচনা করেছেন খ্যাতনামা অভিনেতা মীর সাব্বির। নাটক দুটি শিগগিরই বেসরকারী টিভি-চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। গাজীপুরের পূবাইলের সবুজ সমারোহের প্রাকৃতিক লীলা ভূমিতে এই নাটক দুটির দৃশ্য ধারণ করা হয়। এতে অভিনয় করেছেন, মীর সাব্বির, মৌসুমি হামিদ, সফিক খান দিলু, নিলা ইসলাম, হিরোন সোহেল, মসিউর রহমান মসি, মানাসা, রফিক মিন্টু, রফিকুল ইসলাম, আশিস কুমার, ইমরুল, ইভা মনি ও অরিন নিপাসহ আরো অনেকে। নাটক দুটির প্রধান সহকারী পরিচালনায় ইসমাইল হোসেন ও চিত্রগ্রহণে ছিলেন সিরাজ খান। পরিচালক শাফিন আহম্মেদ বলেন, আমার পরিচালনায় “জামাই বাবা” ও “আতা পাগলা” এই নাটক দুটির কাহিনী সম্পূর্ণ বিনোদন মূলক। আশা করছি দর্শক মহলে নাটক দুটি ভালো লাগবে। সামনের দিকে যাতে করে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারি এজন্য সকলের দোয়া ও প্রার্থনা কামনা করছি। SHARES বিনোদন বিষয়: