কালকিনিতে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২ 314 Viewsবি.এম.হানিফ,জেলা প্রতিনিধিঃ মাদারিপুরের কালকিনিতে উৎসব মূখর পরিবেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “সময়ের অঙ্গিকার কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গল ০৪ অক্টোবর সকালে উপজেলা চত্ত্বরে এ দিবস উপলক্ষ্যে র্যালীর আয়োজন করা হয়। র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করা করে। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুজ্জামান, সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম.হেমায়েত হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। SHARES নারী ও শিশু বিষয়: