কালকিনিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত কলেজ ছাত্রীকে মারধরের অভিযোগ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২ 338 Viewsবি.এম.হানিফ,কালকিনি: কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে ছেলের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবিতে অনশনরত কলেজ ছাত্রীকে মারধর করার অভিযোগ রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, শিকারমঙ্গল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোনছের বেপারীর ছেলে প্রবাসী রেজাউল বেপারীর সাথে ১৪ বছর যাবৎ সমিতির হাট বাড়ি রেখা খানমের সাথে প্রেমের সম্পর্ক চলছে।দুদিন আগে সাউথ আফ্রিকা থেকে রেজাউল বেপারী দেশে আসেন।এ খবর শুনে প্রেমিকা রেখা খানম ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করেন। প্রেমিকা রেখা খানম বলেন আমার সাথে রেজাউলের ১৪ বছর যাবৎ প্রেমের সম্পর্ক।সে প্রবাসে যাওয়ার আগে আমাদের সাথে একাধিকবার শারীরিক মেলামেশা হয়।প্রেমের দুই বছরের পর রেজাউল প্রবাসে চলে যায়।কিন্তু আমাদের সম্পর্ক থেমে থাকে নাই।রেজাউল প্রবাসে থাকা কালীন আমাকে ফোনে বলে আমার বাবা-মা আমাদের সম্পর্ক মেনে নিবে না।আমি দেশে আসলে তুমি বাড়িতে চলে আসবা।তার কথামত আমি তাদের বাড়ি আসলে তার বাবা-মা আমাকে মেনে নিতে নারাজ।আমাকে তার চাচা,মা,ফুফু অনেক মেরেছে। আমি এর বিচার চাই এবং আমাকে মেনে নেয়ার জোড় দাবি জানাই। তিনি আরো বলেন আমি রেজাউলের জন্য ১৪ বছর যাবৎ অপেক্ষা করতেছি এ সম্পর্ক মেনে না নিলে, আমার আত্নহত্যা ছাড়া কোনো উপায় নাই। SHARES নারী ও শিশু বিষয়: