কালকিনিতে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধণা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২ 191 Viewsবি.এম.হানিফ, কালকিনি প্রতিনিধিঃ কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা নতুন অডিটরিয়াম হল রুমে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে ৯ ডিসেন্বর শুক্রবার সকালে এ সংবর্ধণা দেওয়া হয়। সাবেক প্রধান শিক্ষক হরিপদ স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কায়েসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ হামিদা খাতুন,কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির সিনিয়র সহকারী শিক্ষিকা মমতাজ বেগম,সিনিয়র শিক্ষিকা হাসিনা বেগম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা চায়না খানম,সাধারণ সম্পাদিকা কোহিনুর সুলতানা। কালকিনি কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমটার শিক্ষক মোঃ হাসিবুল ইসলাম হাসানের সার্বিক সঞ্চালনায় এতে যে, যে বিষয় সম্মাননা পেয়েছেন সফল জননী হিসেবে সুলতানা জামান কল্পনা,সমাজ সেবায় অবদান রেখেছেন যে নারী হাচিনা মমতাজ,অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী রাশিদা বেগম,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন রেখা বাড়ৈ ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দ্যামে জীবন শুরু করেছেন যে নারী নীনা রানী সরকার। SHARES সাহিত্য বিষয়: