ডাসারে চেয়ারম্যান কর্তৃক ইউপি মহিলা সদস্য লাঞ্চিত; ইউএনও বরাবর লিখিত অভিযোগ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২ 92 Viewsবি.এম.হানিফ,কালকিনি- মাদারীপুর: মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই শিকদারের বিরুদ্ধে সংরক্ষিত মহিলা সদস্য ১,২,৩ নং ওয়ার্ডের মিনু বেগমকে লাঞ্ছিত করার অভিযোগ। মহিলা সদস্য মিনু বেগমকে মূল্যায়ন না করা, সম্মানী ভাতা প্রদানে গড়িমসি, সরকারি উপকারভোগী বাছাইয়ে অনিয়ম, অর্থ আত্মসাৎ করার পায়তারা ও মহিলা সদস্য মিনু বেগমকে শারীরিক ভাবে লাঞ্চিত করা,মৃত্যু ব্যক্তির ডেড সার্টিফিকেট স্বাক্ষর আনতে গেলে স্বাক্ষর না দিয়ে অপমানিত করা ও পরিষদ চালানো সহ নানা অনিয়মের অভিযোগ এনে চেয়ারম্যান রেজাউল করিম ভাসাইর বিরুদ্ধে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মিনু মেম্বার। সোমবার (১২ডিসেম্বর) দুপুরে এ লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জানা যায়, চেয়ারম্যান তাকে ইচ্ছাকৃত ভাবে ইউপি নির্বাচনে তাকে ভোট না দেওয়ার অজুহাতে দেখিয়ে সব সুবিধা থেকে বঞ্চিত করে আসছে। কোন প্রকার মুল্যায়ন করছেন না। পরিষদের কার্যক্রম শুরুর দিকে থেকেই সদস্য সম্মানি ভাতা দিতে গড়িমসি করে আসছে। এ ব্যাপারে চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই সিকদার বলেন সদস্য মিনু বেগম আমার নাম ধরে গালিগালাছ করেছে,প্রয়োজনে স্থানীয় দোকানদার ইউনুছসহ অনেকই সাক্ষী দিবেন। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন বলেন,মহিলা সদস্য মিনু বেগমের একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। SHARES শিক্ষা বিষয়: