কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২ 175 Viewsবি.এম.হানিফ,কালকিনি( মাদারীপুর) প্রতিনিধি: দশম শ্রেনিতে প্রথম শাহরিয়ার সূর্য(বালক)প্রথম জেমি(বালিকা)নবম শ্রেনিতে প্রথম বি.এম.ইসতিয়াক পৃথেল(বালক)প্রথম সেজুঁতি(বালিকা) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেন্বর সকাল ১১টা থেকে এই কার্যক্রম শুরু হয়। উক্ত ফলাফল প্রকাশ অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এতে আনোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী,ধর্মীয় শিক্ষক আবুল বাসার,বিএসসি শিক্ষক জামাল হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য ইউনুছ আলী হাওলাদার,সদস্য লিয়াকত হোসেন ও কলেজের প্রভাষক রতন কুমার জয়ধর প্রমুখ। SHARES শিক্ষা বিষয়: