আন্তর্জাতিক নারী দিবসে নারীদের মানববন্ধন

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩
34 Views

নিজস্ব প্রতিবেদক, সাভার-ঢাকা:

ঢাকার আশুলিয়ায় সম্পত্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং কর্মক্ষেত্রে নারীর সমঅধিকার ও সমমর্যাদার দাবি জানিয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মানববন্ধন ও র‍্যালী কর্মসূচি পালন করেছে।

আজ মঙ্গলবার (৭ই মার্চ) বিকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারী সম্পাদক সুইটি সুলতানা।

এতে সংহতি বক্তব্য রাখেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিরুল হক আমিন।

উক্ত কর্মসূচিতে নেতাকর্মীর গার্মেন্টস শিল্পের নারী শ্রমিকদের বৈষম্য পরিহার করার জন্য সরকার, মালিক এবং বায়ারদের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ফাতেমা আক্তার, নুপুর আক্তার, তানজিলা আক্তার, তানিয়া আক্তার, মোছাঃ ঝর্না বেগম, মোঃ কবির হোসেন সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ।