আশুলিয়ায় অস্থায়ী দোকানদারদের খাজনা মওকুফ করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২০ 264 Viewsনিজস্ব প্রতিবেদক: করোনা প্রাদুর্ভাবে কষ্ট লাঘব করতে ঢাকার আশুলিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট এর সার্বিক সহযোগিতায় হাটবাজারের খাজনা মওকুফ করে এক দৃষ্টান্ত স্থাপন করে হাসি ফুটালেন ব্যবসায়ীদের। আশুলিয়া হাটবাজারের ইজারাদার জসিম উদ্দিন পিন্টু মোল্লা বলেন গত ১ মাসে প্রায় ১২ লাখ টাকার মতো খাজনা মওকুফ করা হয়। তিনি আর জানান, যতদিন করোনা ভাইরাসের প্রার্দুভাব থাকবে ততোদিন এই অস্থায়ী বাজারের কোন খাজনা আদায় করা হবে না। অনুসন্ধানে জানা যায়, আশুলিয়ায় স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী হাটবাজারে প্রায় ৪ শত ছোট বড় ব্যবসায়ীরা ব্যবসা করছেন গত এক মাস ধরেই। এব্যাপারে জানতে চাইলে, সাইদুর রহমান সম্রাট বলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে তিনি আশুলিয়ায় অস্থায়ী হাটবাজারের খাজনা মওকুফ করার সিদ্ধান্তকে কার্যকর করেন। SHARES সারা বাংলা বিষয়: