ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিতর্কিত সাংবাদিক মুন্নি সাহাকে অবাঞ্ছিত ঘোষণা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মে ১৩, ২০২০ 56 Viewsসিডনিনিউজ ডেস্কঃ- সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য ও খবর প্রকাশ করার কারণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিতর্কিত সাংবাদিক মুন্নি সাহাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবু ক থেকে জানা গেছে। একই সাথে তার সদস্যপদ বাতিলেরও দাবি করেছেন সিনিয়র সাংবাদিকরা। গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটি নির্বাচনে ছবি তোলার সময় আওয়ামী লীগের হামলায় আক্রান্ত হয় জাস্টনিউজবিডি.কম এর সাবেক কর্মী সুমনসহ ৬ সাংবাদিক। সাংবাদিকদের ওপর সেই হামলা নিয়ে বিতর্কিত খবর প্রকাশ করে মুন্নি সাহা। যা নিয়ে তীব্র সমালোচনা চলছে। SHARES অপরাধ বিষয়: