নির্বাচনকে সত্তরের নির্বাচনের সঙ্গে তুলনা শেখ হাসিনার

প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
452 Views

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৩০ ডিসেম্বরের নির্বাচনকে ১৯৭০ সালের নির্বাচনের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, দেশের জনগণ এবার প্রতীক দেখে ভোট দিয়েছে, প্রার্থী দেখে নয়। তিনি বলেন, ‘এটা ছিল ১৯৭০ সালের নির্বাচনের মতো, জনগণ কেবল প্রতীক দেখেই তাদের ভোট দিয়েছে, তারা এটাও দেখেনি প্রার্থী কে ছিল। তারা নৌকাতে ভোট দিয়েছে, যেহেতু তারা উন্নয়নের সুফল লাভ করেছে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এ কথা বলেন।