মোবাইল ব্যাংকিংয়ে অর্থ সহায়তা প্রদান করায় অনিয়ম বা দুর্নীতি হওয়ার কোন সুযোগ নাই: ত্রাণ প্রতিমন্ত্রী TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মে ১৪, ২০২০ 570 Viewsনিউজ ডেস্ক: সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ সহায়তা দেয়ার কারনে অনিয়ম বা দুর্নিতি হওয়ার কোন সুযোগ নাই বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভার সদর ইউনিয়নের কলমা ওয়াজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে চার’শ অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, পবিত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৫০ লক্ষ দরিদ্র পরিবারকে আড়াই হাজার টাকা করে ১২ শ পঞ্চাশ কোটি টাকা অনুদান দিয়েছেন। এ টাকা বিকাশ, নগদ, রকেট ও সিওর ক্যাশের মাধ্যমে সুবিধাভুগীদের মোবাইলে পাঠানো হয়েছে। ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, এই অর্থ সহায়তা যদিও সামান্য তারপরও ঈদ উপলক্ষ্যে বাংলাদেশের মতো একটি দেশের দরিদ্র মানুষদের ১২ শ’ পঞ্চাশ কোটি টাকা দেয়া বিশ্বের কাছে একটা অনন্য দৃষ্টান্ত। এছাড়া পঞ্চাশ লক্ষ পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ কেজি করে চাল দেয়া হবে বলে জানান তিনি। এসময় সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: