গত ২৪ ঘন্টায় সাভারে ৩৬ ও ধামরাইয়ে ৪ জন করোনা পজেটিভ! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০ 508 Viewsনিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে নতুন করে ৩২ জনের ও ধামরাইয়ে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা ও ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. নাজমুল হুদা জানান, গতকাল ৫৫ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে (বিএলআরআই) পরীক্ষার জন্য পাঠানো হলে, তাদের মধ্যে ৩২ জনের শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ ও কয়েকজন পোশাক শ্রমিক রয়েছে বলেও জানান তিনি। একদিনে সাভারে এত সংখ্যক করোনা শনাক্তের ঘটনা এই প্রথম। এর আগে এখানে একদিনে সর্বোচ্চ ১৯ জনের শনাক্তের রিপোর্ট এসেছিল বলে তিনি জানান। এ দিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, গতকাল মোট ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে, চার জনের রিপোর্ট পজিটিভ এসেছে। SHARES জাতীয় বিষয়: