নিজ এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করলেন ক্রিকেটার রুবেল হোসেন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ 88 Viewsসোলায়মান শেখ, বাগেরহাট: এই করোনা পরিস্থিতিতে নিজ এলাকা বাগেরহাটে পাঁয়ে হেটে সবার মঝে ঈদ সামগ্রী তুলেদিলেন ক্রিকেটার রুবেল হোসেন। এই মহামারী করোনার মধ্যে সবাই যখন ঘরে বসে তখন পেসার রুবেল হোসেন অদৃশ্য কাজ করছে। তিনি বলেছেন আমাদের প্রিয় উৎসব “ঈদ” সামনে।বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি এবার তেমনটা হচ্ছে না। বিশেষ করে গরীব দুস্থ মানুষের জন্য ব্যাপারটা আরো কঠিন। করোনার কালো অধ্যায়ে তাই আমি এ সিদ্ধান্ত নিলাম। আমি আমার বাগেরহাটে ৩ শতাধিক দুস্থ মানুষদের ঈদের দিনটা রঙিন করতে এই ঈদ উপহার প্রদান করেছি। আমার বিশ্বাস অনেক বিত্তশালীরা সমাজের দুস্থ মানুষদের জন্য ঈদের দিনটা রাঙাতে চাইবেন। তিনি আরও বলেছেন বিত্তশালীরা যদি সব গরীব অসহায় মানুষের পাশে থাকে তা হলে একটু হলেও তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। SHARES খেলাধুলা বিষয়: