জমি দখলের অভিযোগে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানার আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা গ্রেপ্তার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ 509 Viewsনিউজ ডেস্ক: আশুলিয়ায় জমি দখলের অভিযোগে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানার আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দুপুরে আশুলিয়ার কাঠালতলা এলাকার জমি দখলের অভিযোগে আকবর হোসেনকে গ্রেপ্তর করা হয় বলে জানায় পুলিশ। এব্যাপারে পুলিশ জানায়, ওই এলাকার ১৩ শতাংশ জমি নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই জমিতে জোর করে দেয়াল নির্মাণ করেন আকবর মৃধা। রোববার সকালে জমির মালিককে মারধর করেন তিনি। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, কামরুজ্জামান নামে এক ব্যক্তি সকালে থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পর তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগেও জমি দখলের অভিযোগ ছিল। SHARES সারা বাংলা বিষয়: