জনস্বার্থে কঠোর অবস্থান নিয়েছে সাভার হাইওয়ে পুলিশ

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০
358 Views

 নিজস্ব প্রতিবেদক:  আসন্ন মাহে রমজানের ঈদকে সামনে রেখে যাত্রীবাহি পরিবহন নিয়ন্ত্রণে সাভার উপজেলা কঠোর পদক্ষেপ গ্রহন করার কথা জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ-হেল বাকী।

ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন জেলায় ঈদে কয়েক লক্ষাধিক মানুষ পরিবার পরিজন নিয়ে নিজ বাড়ীতে যান। বর্তমান করোনা পরিস্থিতিতে যে যেখানে অবস্থান করছেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে সেখানেই ঈদ পালন করবে এমন কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মানুষদের যাতায়াত ও চলাফেরা শিথিল হলেও গনপরিবহন বন্ধ রয়েছে। পূর্বের মত মানুষজন ঘরমুখো হতে শুরু করলে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

সাভার উপজেলা বাসীকে নিরাপদে রাখতে ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে প্রায় ৪/৫ টি পুলিশী চেকপোস্টে স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে অন্য জেলা থেকে আগত মাইক্রো, পিকআপ ভ্যান, প্রাইভেট কার এবং ট্রাকগুলোকে তল্লাশী সহ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইন অমান্য করার অপরাধেও মামলা দিচ্ছে পুলিশ।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুলাহ-হেল বাকী জানান, পুলিশী চেকপোস্ট গুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।অযথা বিভিন্ন অজুহাতে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে এসে আইন ভাঙবেন না। ঈদের আগে গণপরিবহন ঠেকাতে এখন থেকে আরো কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ।