মোংলায় উপজেলা শহরে করোনা ঝুঁকি নিয়ে চলছে ঈদের কেনাকাটা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ 470 Viewsমোঃ সোলায়মান শেখ, বিশেষ প্রতিনিধি (বাগেরহাট):মোংলায় উপজেলা শহরে করোনা ঝুঁকি নিয়ে চলছে ঈদের কেনাকাটা। বার বার নির্দেশনা দেয়া স্বত্বেও কোনভাবেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমনকি সামাজিক দূরত্ব ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় দুই মাস দোকানপাট বন্ধ থাকার পর সীমিত আকারে খুলে দেওয়ার নির্দেশ দিলেও মোংলার বাজার গুলাতে মানুষের প্রচুর সমাগম দেখাগেছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেচাকেনার সময়ে প্রতিদিনই ভিড় বাড়ছে। লংঘিত হচ্ছে সামাজিক দূরত্ব ও ফলে নতুন করে করোনার সংক্রমণের ঝুঁকি বেড়েছে। ক্রেতারা বলছেন, তারা সামাজিক দূরত্ব বজায় রক্ষা করার চেষ্টা করছেন। কিন্ত বাজারে মানুষের অতিরিক্ত ভিড় থাকায় তা কনো ভাবেই মানা যাচ্ছে না, এদিকে এ পর্যন্ত মোংলা উপজেলায় কনো মানুষের মাঝেই করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। এতদিন মোংলা প্রশাসনের কঠোর নজরদারির আওতায় থাকলেও ঈদকে সামনে রেখে মার্কেট গুলাতে মানুষের উপস্থিতি দিনদি বেড়েি চলেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শহরে বিভিন্ন অলিগলিতে বার বার মাইকিং করার সত্তেও স্থানীয় জনসাধারনকে কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। সরেজমিনে গেলে দেখা যায়, যে মোংলা শহরের শাট-প্যান্ট, কসমেটিকস ও জুতার দোকানগুলোতে প্রচণ্ড ভিড় দেখা গেছে, মানা হচ্ছেনাও সামাজিক দূরত্ব ও একে অপরের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে কেনাকাটা করছে। এছাড়া বেশিরভাগ ক্রেতা বিক্রেতাদের মাস্ক ও গ্লাভস ও পরতে দেখা যায়নি, কেউ কেউ মাস্ক পরলেও তা নাক মুখ বাহিরে বের করা দেখা গেছে, অন্যদিকে দোকান খোলার আগেই দোকানের সামনে ক্রেতাদের অবস্থান নেয়েছেন, শতশত মানুষ মাঝেঁ আমার এক ক্রেতার সঙ্গে কথা বলেছি মোঃ চালমান নামের এক ক্রেতা তার পরিবারের জন্য ঈদের কেনা কাটা করতে এসেছে ছোট ছোট শপিংমল মানুষের ভিড়ে কেনাকাটা করতে তিনি হিমশিম খাচ্ছেন। তিনি আরও বলেন, এতো মানুষের মাঝে কেনা কাটা করাটাই অনেক ঝুঁকি, ঈদের আগেই বাজারে মানুষের অস্বাভাবিক ভিড়, এমন হলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে, তখন পরিস্থিতি আরো ভয়ংকর হবে।আমাদের সতর্ক হওয়া উচিত। মোঃ রহমান মিয়া নামের এক ব্যবসায়ী তার অনুভুতির কথা আমাদের কাছে প্রকাশ করেন, এখন বলেন প্রশাসনের উচিত দোকান পাট বন্ধ করে দেয়া,তা না হলে এভাবে বাজারে মানুষের ভিড় বাড়লে আমাদের করোনা থেকে কোনো ভাবেই রক্ষা হবেনা। মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান মাস্টার বলেন, সিমিত আকারে দোকানপাট খোলার কথা বলা হলেও তা মানছেন না অনেক ব্যাবসায়িরা ফলে যেভাবে দোকানপাটে বাজাঘাটে যেভাবে ভিড় বাড়ছে তাতে করোনারভাইরাস থেকে বাঁচা খুবি কঠিন হবে। তাই নিজেদের নিরাপত্তার কাথা চিন্তা করে আমাদের সকলকে সচেতন হতে হবে তা হলে আমার সবাই করোনাভাইরাস থেকে মুক্ত হতে পারবো। এদিকে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা (রাহাত মান্নান) বলেন সামাজিক দূরত্ব মেনে দোকানপাট খোলার নির্দেশনা দেওয়া হয়েছে, সব বিক্রেতা ক্রেতাদেরকে মাস্ক-গ্লাভস ব্যবহার করে পণ্য বিক্রির করার নির্দেশনা দেয়া হয়েছে।’ SHARES সারা বাংলা বিষয়: