গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা চলছে

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
692 Views

নিউজ ডেস্ক:  গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চলছে। আগামী সপ্তাহে কিটের কার্যকারিতা পরীক্ষার ফলাফল জানা যেতে পারে।প্রথম আলো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএসএমএমইউতে করোনা সন্দেহভাজন রোগীদের পিসিআর কিটের পাশাপাশি গণস্বাস্থ্যের র‌্যাপিড কিটের মাধ্যমে পরীক্ষা করা শুরু হয়েছে। কার্যকারিতা পরীক্ষা করতে দুই থেকে তিন দিনের বেশি লাগার কথা নয়। আগামী সপ্তাহে ঈদের ছুটি আছে। জাতীয় দুর্যোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত পরীক্ষার ফলাফল জানাবে বিএসএমএমইউ, এমনটাই আশা করছেন তিনি।

গত বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের একটি প্রতিনিধিদল বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের প্রধান সাইফুল্লাহ মুন্সীর কাছে ২০০ কিট হস্তান্তর করেন। এর আগে গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।