ক্ষয়-ক্ষতি এড়াতে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান: গাজী মোঃ ইলিয়াস

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
645 Views

সোলায়মান শেখ, বিশেষ প্রতিনিধি-বাগেরহাট:

মোংলা বন্দরে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব অতি নিকটে ক্ষয়-ক্ষতি এড়াতে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

মোংলা বাগেরহাটের মিঠাখালী ইউনিয়ানে খুলে দেওয়া হয়েছে প্রায় ২৩ টির ও বেশি স্কুল কলেজ মাদ্রাসা। ৪ টি হাইস্কুল ১৯ টি প্রাইমারীস্কুল ও ২টি দাখিল মাদ্রাসা।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ ভয় করে মানুষের সমাগম ও দূরত্ব বজায় রাখা অন্য দিকে ঘূর্ণিঝড় আম্ফানে মোংলা বন্দরে ৭ নাম্বার বিপদ সংকেত অন্য দিকে মানুষের আতঙ্কিত হয়ে পড়েছে।

সবদিক বিবেচনা খাসেরডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে, এমন তথ্য জানিয়েছেন খাসেরডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী মোঃ ইলিয়াস ।

তিনি আরও জানিয়েছেন যারা সাইক্লোন সেন্টারে প্রবেশ করনে সবাইকে মাস্ক পরে হাতে হ্যান্ডসানিট্যাইজার লাগিয়ে প্রবেশ করবে ফলে আমাদের সবাইকে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করবে, এবং ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলা গোয়ালীরমেঠ গ্রামের ২-৩ টি ইউনিট সর্বদা কাজ করে যাচ্ছে, মাইকিং থেকে শুরু করে সব ধারণের কাজ করে যাচ্ছে।