ইসলাম ধর্মকে কটাক্ষ করে পোস্ট দেয়ায় ভারতীয় অধ্যাপককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করল সৌদি আরব TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মে ২০, ২০২০ 433 Viewsনিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসলাম বিরোধী পোস্ট করে পদ খোয়ালেন সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় অধ্যাপক নীরজ বেদি। তাকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। খবর : ট্রেন্ডস ম্যাপ। অধ্যাপক নীরজ বেদি সৌদি আরবের জাজান বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ছিলেন। তার বেতন ছিল ৩৫,০০০ রিয়াল অর্থাৎ প্রতি মাসে ভারতীয় সাত লাখ রুপি। খবর : ওবিএন এই তথ্য নিশ্চিত করেছে জাজান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কিছু সদস্যর অভিযোগ রয়েছে, নীরজ বেদি আপত্তিজনক পোস্ট এবং ইসলামফোবিক টুইট করছেন। বিষয়টা আমাদেরও নজরে এসেছে। তাই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। খবর : দৈনিক সমাচার ইসলাম ধর্মকে আঘাত ও মুসলমানদের বিরুদ্ধে বিষোদগার অর্থাৎ সাম্প্রদায়িক আচরণের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করা হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: