মুসলিমদের প্রতি ঘরে ঈদ পালনের আহ্বান দেওবন্দের TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মে ২১, ২০২০ 128 Viewsনিউজ ডেস্ক: ভারতের সবচেয়ে বৃহত্তম ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ তাদের এক নির্দেশিকায় মুসলিমদেরকে এবারের ঈদুল ফিতর নিজ নিজ ঘরে পালন করতে বলেছে। মিল্লাত টাইমস উর্দু, বিবিসি দেওবন্দ বলেছে, মহামারি ঠেকাতে এবারের ঈদে বড় জমায়েত থেকে দূরে থাকাই সমীচীন হবে। সাবেকি পদ্ধতিতে প্রতিবারের মতো সবাইকে নিয়ে যাতে ঈদ উদযাপন না-করা হয়, সে জন্য ‘হ্যাশট্যাগ নো ঈদ সেলিব্রেশন’ কিংবা ‘হ্যাশট্যাগ নো নিউ ক্লোদস ইন ঈদ’ সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ড করছে। সতেরো কোটিরও বেশি মুসলিম থাকেন যে দেশে, সেই ভারতে ঈদের উদযাপন দেশের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোর একটি। কিন্তু করোনাভাইরাস মহামারি ঠেকাতে যে সামাজিক দূরত্ব বজায় রাখার নিদান সারা দেশকে মেনে চলতে বলা হচ্ছে, তাতে সাড়া দিয়ে ইসলামের ধর্মীয় নেতারাও এবারে শুধু নিজের পরিবারের ও বাড়ির বৃত্তেই ঈদ পালন করার ডাক দিচ্ছেন। দেওবন্দের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস আখতারুল ওয়াসি। তিনি বলেন, ‘আমরা মানবসভ্যতার ইতিহাসে এক নজিরবিহীন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সে কারণেই দেওবন্দের সিদ্ধান্তকে আমাদের স্বাগত জানানো উচিত। SHARES ইসলাম বিষয়: