মাদারীপুরের কালকিনিতে সাবেক এমপির ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, মে ২১, ২০২০
649 Views

‌বি.এম.হা‌নিফ(মাদারীপুর)-কালকিনি: মাদারীপুর বাংলা‌দেশ আওয়ামীলী‌গের কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক সফল সাংগঠ‌নিক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম-সাধারণ সম্পাদক, মাদারীপুর-৩ আস‌নের সা‌বেক এম‌পি’ কৃ‌ষি‌বিদ আ.ফ.ম বাহাউ‌দ্দিন না‌ছিম কালকিনি উপজেলা আওয়ামীলী‌গের প্র‌ত্যেক ইউ‌নিয়‌ন ও পৌরসভা ওয়ার্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি/সাধারণ সম্পাদকসহ প্র‌ত্যেক ইউ‌নিয়‌নের সহ‌যো‌গি সংগঠ‌নের সভাপ‌তি/সাধারণ সম্পাদ‌কে ২০০০ (দুই হাজার) টাকা ক‌রে ঈদ উপহার হি‌সে‌বে প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২১মে সকালে উপ‌জেলা আওয়ামীলীগ দলীয় কার্য্যলয় ব‌সে এ নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাল‌কি‌নি উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ও সা‌বেক চেয়ারম্যান তৌ‌ফিকুজ্জামান শা‌হিন,‌পৌর-‌মেয়র এনা‌য়েত হো‌সেন,উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা প‌রিষ‌দের সদস্য মীর মামুন অর র‌শিদ,যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মোঃ লোকমান হো‌সেন,সাংগঠ‌নিক সম্পাদক সো‌হেল রানা মিঠু,পৌর-আওয়ামীলী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবা‌দিক বি.এম হা‌নিফ,কৃষকলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক সাংবা‌দিক মোঃ ইকবাল হো‌সেন,পৌর-আওয়ামীলী‌গের দপ্তর সম্পাদক মাহামুদুর রহমার ইরান প্রমুখ।