রাজধানীর সকল প্রবেশপথ উন্মুক্ত

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ২২, ২০২০
310 Views

নিউজ ডেস্ক:  ঘরমুখো মানুষের মুখে হাঁসি! কারন অবশেষে খুলে দেয়া হলো রাজধানীর সকল প্রবেশপথ। করোনা সংক্রমণ রোধে কয়েকদিনের কড়াকড়ি আরোপের পর এবার নিজস্ব ব্যবস্থাপনায় প্রাইভেটকারে, পায়ে হেঁটে ফিরতে পারবেন ঈদ যাত্রীরা। তবে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে আজও ঢাকা ছাড়ছেন ঈদ যাত্রীরা। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাটে ভিড় বেড়েছে ঘরমুখো মানুষের।

করোনা পরিস্থিতিতে লকডাউন কিছুটা শিথিল করে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয় আগেই। এতে রাজধানী চিত্র অনেকটাই স্বাভাবিক হতে শুরু করে। তবে বহাল থাকে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা। এবার সেই নিষেধাজ্ঞাও প্রত্যাহার করায় স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর প্রবেশপথগুলো।

চেকপোস্ট সরিয়ে সড়কে শৃংখলা রক্ষায় ব্যস্ত থাকতে দেখা যায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এদিন নির্দেশনা মোতাবেক নিজস্ব ব্যবস্থাপনায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। পায়ে হেটেও ছুটছেন আশপাশের অনেকে। তবে সড়কে নেই যাত্রীবাহী বাস।

এদিকে গত তিনদিন বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঈদে ঘরমুখো মানুষ, লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতেই চলাচল করছে। কেউ পায়ে হেটে আবার কেউ ছোট যানবাহনে চেপে নিজনিজ গন্তব্যে ছুটছেন।

একই চিত্র পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও। জরুরি সেবার যানবাহনসহ ব্যক্তিগত গাড়ির ভিড় করেছে ঘাটে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলগামী পণ্যবোঝাই ট্রাক, অ্যাম্বুলেন্সসহ ছোট ব্যক্তিগত গাড়ি স্বাভাবিকভাবেই পারাপার হতে দেখা গেছে।