কালকিনিতে বীরমুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠুর ১৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২০ 499 Viewsবি.এম.হানিফ,কালকিনি-মাদারীপুরঃ এক দিকে মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন মানুষ আর অন্য দিকে সামনে উপস্থিত মুসলমানদের সবচে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ইদুল ফিতর। এসময়ে অনেক পরিবারে হয়তো ঈদ উপহার পাওয়া এক ফালি চাঁদের সুগন্ধ হাসির মতো। আর কালকিনি পৌর এলাকার মানুষের মাঝে সেই হাসি ফোটাতে নিজের সাধ্যমত ৫ হাজার কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু। তিনি করোনা ভাইরাস মোকাবেলা শুরু হলে ১৫শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করেন। আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক হাজার পরিবারে একটি করে শাড়ি, সেমাই, দুধ ও চিনি বিতরন করেন। অপরদিকে কর্মহীন ৫শতাধিক ভ্যান, অটো ও ইজিবাইক চালকদের মাঝে ঘুরে ঘুরে লুঙ্গি বিতরন করেছেন। শতাধিক প্রবিন আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা পরিবারে ২৫ কেজি করে উন্নত মানের চাল বিতরন করা সহ ২হাজার ৫শ’ পরিবারে ইফতার সামগ্রী বিতরন করে সাধারন মানুষের আলোচনায় একজন সমাজসেবক ও মানবকল্যাণে কাজ করা জনদরদী নেতা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তবে তার এই মহোতি উদ্যোগ চলমান আছে এবং থাকবে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন ও কর্মী বৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: