তাড়াশে ঈদের রাতে ভয়াবহ অগ্নিকান্ড! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ২৫, ২০২০ 338 Viewsমহসীন আলী, তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ঈদের রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। রোববার রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিম পাড়ায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি তাড়াশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আব্দুলাহ আল মাহমুদ নিশ্চিত করেছেন। জানা গেছে, ঈদের রাতে অটো চালক সিরাজুল ইসলাম প্রতি রাতের ন্যায় তার অটো ভ্যানের ব্যাটারী চার্জে দিয়ে রাখে। হঠাৎ সেই ব্যাটারী বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায় । এ খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট গ্রামবাসীদের সহযোগীতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। মুহুর্তের মধ্যেই তার দুটি ঘরে আগুন লেগে গেলে পুরো বাড়িতে তা ছড়িয়ে পরায় ব্যাটারী চালিত অটো, আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকা সহ ঘরে রাখা প্রায় ৭ লাখ টাকা মুল্যের সকল সম্পদ পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে যায় অটো চালক সিরাজুল ইসলাম। এ ব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ঘটনাটি জানার পর আমি সেখানে গিয়ে দৃশ্যটি দেখে মর্মাহত হই। ক্ষতিগ্রস্থ পরিবারের সবাই খোলা আকাশের নীচে অবস্থান করায় আমার সাধ্যমত সহায়তা করার চেষ্ট করেছি। SHARES সারা বাংলা বিষয়: