প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মে ২৫, ২০২০ 302 Viewsনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন সোমবার বিকালে গণভবনে ভারতের প্রধানমন্ত্রীর টেলিফোন আসে। দেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। ইহসানুল করিম বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে পাঁচ মিনিট ধরে ফোনালাপ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করেন। SHARES জাতীয় বিষয়: