বিএনপির নেতারা পুরানো নেতিবাচক বৃত্তেই ঘুরপাক খাচ্ছে: ওবায়দুল কাদের

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২০
320 Views

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, করোনা সংকটের শুরু থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগ, গৃহীত এবং বাস্তবায়িত সিদ্ধান্ত যখন দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। বিএনপির নেতারা মানুষের পাশে না থেকে সরকারের বিরুদ্ধে বিষোদগারের মরচে ধরা সমালোচনার তীর ছুঁড়ছেন। যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, তারা জনগণের পাশে দাঁড়াবেন না,ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবরও নিবেন না অথচ মিডিয়ায় সরকারের সমালোচনা করবেন,তাহলে এটাই কি বিএনপির রাজনীতি?তিনি মন্তব্য করে বলেন, পবিত্র ঈদের দিনেও জনগণ তাদের মখের বিষ থেকে রেহাই পায়নি।