সখীপুরে বাল্যবিয়ে নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় জরিমানা 

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মে ২৮, ২০২০
438 Views
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ে নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় নাসিমা আক্তার (৩০) নামের এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন। নাসিমা উপজেলার চাম্বলতলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রীকে ফাঁসাতে নাসিমা উপজেলা প্রশাসনকে বাল্যবিয়ের মিথ্যা তথ্য দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায়। এতে বাল্যবিয়ের কোন অস্তিত্ব  খুঁজে পায়নি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বলেন, প্রতিবেশী ওই নারীকে ফাঁসাতে মিথ্যা তথ্য দেওয়ায় নাসিমা আক্তার নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।