পটুয়াখালীতে নতুন আক্রান্ত-৬, মোট আক্রান্ত-৪৮

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২০
272 Views

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে সাংবাদিক, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও গাড়ি চালকসহ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ছয়জন।
বৃহস্পতিবার সকালে একটি জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিক মিজানুর রহমান এনামুল ও পৌর মেয়রের গাড়ি চালক মাসুদসহ চারজনের রিপোর্ট পজেটিভ আসে।

গতকাল বুধবার সন্ধ্যায় পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল হকের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন। নতুন আক্রান্তদের মধ্যে কাউন্সিলর নিজামুল হক পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে এবং অন্যরা বাড়ীতে হোম কোয়রেনটাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। কিছুদিন পূর্বে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দীন করোনা আক্রান্ত হন। নতুন আক্রান্ত ওয়ার্ড কাউন্সিলর নিজামুল হক, সাংবাদিক এনামুল এবং গাড়ী চালক মাসুদ মেয়রের সংস্পর্শে এসেছিলেন।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩ জন। হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ জন