সখীপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ 492 Views সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি : সখীপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হারুন মিয়া (২৫) উপজেলার কালিয়ানপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনেরে ছেলে। তিনি সীডস্টোরের একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সখীপুরে মোট ৮ জন কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ডা. আবদুস সোবহান জানান, গত ২৬ মে মঙ্গলবার সে জ্বর নিয়ে হাসপাতালে আসে। পরে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। রোববার রাতে সেখান থেকে হারুন মিয়ার নমুনা পজেটিভ থাকার কথা জানানো হয়। বর্তমানে সে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে। তার নমুনা পজেটিভ আসার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা জানান, সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউন করার প্রস্তুতি চলছে। SHARES সারা বাংলা বিষয়: