বাগেরহাট জেলার মোংলা উপজেলা এবি,এস মাধ্যমিক বিদ্যালয়ে এস.এস.সি পরিক্ষায় ৯৫% শিক্ষার্থী পাস করেছেন

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
906 Views
মোঃসোলায়মান শেখ মোংলা (বাগেরহাট):
বাগেরহাট জেলার মোংলা উপজেলা মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা এবি,এস মাধ্যমিক বিদ্যালয়ে এস.এস.সি পরিক্ষায় ৯৫% শিক্ষার্থী পাস করেছেন যা আগের তুলনায় এবার পাসের হার অনেকটাই বশি।
খাসেরডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি 2020এর ফলাফল
জিপিয়ে= A+= 1,A= 8,A-=17,
B=10,C= 4,
মোট 41 জন এসএসসি পরীক্ষার্থী ২০২০ এসএসসি পরীক্ষায় দিয়েছেন, এবং পাশের হার 95%।
এর মধ্যে ১ জন পরীক্ষার্থী এস.এস.সি পরিক্ষায় অংশ নিতে পারেনি।
খাসেরডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী মোঃ ইলিয়াস, বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ২০১৮-২০১৯ থেকে ২০২০ সালের এস এস.সি পরিক্ষার পাসের হার বেশি এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানের সাভাপতি গাজী মোঃ ইলিয়াস,