বাউফলে তাপস হত্যার প্রধান ঘাতক সাইমুন গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
636 Views

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে তোরণ নির্মাণকে কেন্দ্র করে যুবলীগ নেতা তাপস দাস (২৯) হত্যার প্রধান ঘাতক সাইমুন প্যাদা (২০) গ্রেপ্তার হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফিজুর রহমান জানান, শনিবার (৩০মে) রাত ১১টার দিকে ঢাকার বাবু বাজার এলাকা থেকে সাইমুন প্যাদাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

তাপস দাস হত্যা মামলার ৩নং আসামী সাইমুন প্যাদা। তার বাবার নাম ঝন্টু প্যাদা। এর আগে হত্যার সাথে জড়িত সোহাগ হোসেন, সুব্রত দাস কার্তিক ও মনির হোসন নামের তিন জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

উল্লেখ্য, গত রবিবার (২৪মে) দুপুরে থানা সংলগ্ন ডাকবাংলোর সামনে তোরণ নির্মাণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রæপের সংর্ঘষে তাপস দাস সহ প্রায় ১৫জন আহত হয়।

বাউফল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাপসকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাপস দাস মৃত্যুবরণ করে।
এঘটনায় সোমবার (২৫মে) নিহতের বড় ভাই পাঙ্কজ দাস একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় পৌর মেয়র জুয়েলসহ ৩৫জনের নাম উল্লেখ করে আসামী করা হয়।###