দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়ছে পটুয়াখালীতে TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ 658 Viewsপটুয়াখালী প্রতিনিধি: প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর সরকারি সিদ্ধান্তে পটুয়াখালী-ঢাকা নৌরুটে আজ থেকে ¯স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়া হচ্ছে। সকাল থেকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে কিছুটা ভীড় লক্ষ করা গেছে যাত্রীরা লঞ্চে সামাজিক দুরত্ব মেনে অবস্থান করছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদেও ভীড় বৃদ্ধি পাচ্ছে। এতে ¯স্বাস্থ্যবিধি লংঘনের আশংকা রয়েছে। জেলা পুলিশ যাত্রীদের চাপ সামাল দিতে তৎপর রয়েছে বিআইডাব্লিউটিএ পক্ষ থেকে নানা প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিলক্ষিত হলে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দেয়া হবে বলে জানান বন্দর কর্মকর্তা। SHARES স্বাস্থ্য বিষয়: