কোটচাঁদপুরে ঢাকা ফেরত আরো একজন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
564 Views

 

কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ঢাকা ফেরত ৪০ বছর বয়স্ক আরো একজন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (৩১মে) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা ¯স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।

তিনি জানান, উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ওই ব্যাক্তি সম্প্রতি ঢাকা থেকে এসেছেন। গত ২৮ মে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছিল।

আজ রবিবার (৩১ মে) সকালে ওই ব্যক্তির শরীরে করোনা পজেটিভের রিপোর্ট পায়।
ডাঃ রশিদ জানান, বর্তমানে আক্রান্ত রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লক-ডাউন করা হয়েছে।