ময়মনসিংহে জিপিএ-৫ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুন ১, ২০২০ 668 Viewsময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এসএসসিতে জিপিএ-৫ না পেয়ে আবির হোসেন চাঁদন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত চাঁদন উপজেলার বাকতা গ্রামের বরুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ আলীর পুত্র। সে ফুলবাড়ীয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার ৪.৯৪ পেয়ে এসএসসি পাশ করে। রোববার (৩১ মে) এসএসসির ফলাফল প্রকাশের পর চাঁদন একা বাসায় কখন আত্মহত্যা করেছে কেউ বলতে পারে না। ধারণা করা হচ্ছে ফলাফল জানার পর কোনো এক সময় সে আত্মহত্যা করে। রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায়, ফুলবাড়ীয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসায় প্যান্টের বেল্ট দিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় চাঁদনের লাশ পাওয়া যায়। সন্ধ্যায় তার বাবা ইউসুফ আলী ডাকাডাকি করলে ঘরের দরজা না খুললে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখতে পায় সন্তানের ঝুলন্ত লাশ। সহপাঠীদের ধারণা, ক্লাসের ভালো ছাত্র হওয়ার পরও আশানুরূপ (জিপিএ-৫) ফলাফল না পাওয়ায় আত্মহত্যা করতে পারে চাঁদন। এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । SHARES সারা বাংলা বিষয়: