রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবক নিহত

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
398 Views

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বজ্রপাতে ফাইজুল গাজী (৩০) নামে এক যুবক মারা গেছে।

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরে এ ঘটনা ঘটে। নিহত ফাইজুল ওই ইউনিয়নের সাজির হাওলা গ্রামের বজলু গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে বৃষ্টির মধ্যে কাউখালীর চরের পশ্চিমে মাছ ধরার জন্য ছোট খাল (নালায়) মাটি কেটে বাঁধ দিছিলো ফাইজুলসহ আর ৫-৬জন শ্রমিক। কিন্তু হঠাৎ বজ্রপাত হলে ফাইজুল দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় ইউপি সদস্য ফজলে আকবর লিটন বলেন, কাউখালী গ্রামের বাসিন্দা ফাইজুল পেশায় দিনমজুর। শ্রমিক হিসেবে মাটি কেটে বাঁধ দেওয়ার সময় বজ্রপাতে মারা যান।

এব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, কাউখালীর চরে বজ্রপাতে ফাইজুল গাজী নামে একজনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।