করোনায় আলোচিত রানা প্লাজার মালিকের মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ 480 Viewsসাভার প্রতিনিধি: রানা প্লাজা বাংলাদেশের ইতিহাসে এক কলংকের নাম। যে ভবন ধ্বসে অসংখ্য মানুষ মারা যান। ঢাকার অদূরে সাভারে ধসে পড়া সেই রানা প্লাজার মালিক আব্দুল খালেক করোনা ভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে নিজের বাসায় তিনি মারা যান। সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান।আহত হন কয়েক হাজার মানুষ। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা জানান, আব্দুল খালেক কোভিড–১৯ রোগী ছিলেন বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। SHARES সারা বাংলা বিষয়: