পটুয়াখালীতে লঞ্চে মানা হচ্ছে না সামাজিক দুরত্ব

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২০
482 Views

পটুয়াখালী প্রতিনিধি:
রোটেশনের কারনে পর্যাপ্ত লঞ্চ না থাকায় সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুযায়ী পটুয়াখালী-ঢাকা নৌ-রুটের লঞ্চগুলোতে যাত্রীদের সামাজিক দুরত্ব নিশ্চিতের সকল চেষ্টা ব্যার্থ হচ্ছে।

লঞ্চে জীবানুনাশক টানেল থার্মাল স্ক্যানার সহ স্বাস্থ্যবিধি রক্ষার নানা প্রচেষ্টা থাকলেও সামাজিক দুরত্ব মানার ক্ষেত্রে লঞ্চ ষ্টাফ ও যাত্রীদের কারো মধ্যে কোনো প্রচেষ্টা দেখা যায়নি। লঞ্চের ডেকে একে অন্যের গা ঘেষে অবস্থান করছেন যাত্রীরা।
অতিরিক্ত যাত্রীর চাপ রোধে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই লঞ্চগুলো ছেড়ে দেয়া হয়। এতে অনেক যাত্রীকে টার্মিনালে গিয়ে আবার ফেরত যেতে হয়। এ মুহুর্তে রোটেশন ভেঙ্গে এই রুটে লঞ্চের পরিমান বৃদ্ধির দাবি যাত্রীদের।