ফুলবাড়ীয়ায় বজ্রপাতে ৩ জন নিহত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ 398 Viewsফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বজ্রপাতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন আছিম পাটুলী গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র রবিন (১৩), বিদ্যানন্দ গ্রামের আবু বক্কর ছিদ্দিকের পুত্র ইমরান (১৬) এবং জঙ্গলবাড়ী এলাকার আইয়ূব আলীর পুত্র আঃ মোতালেব (৫০)। রবিন খেলাধূলা করে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে আক্রান্ত হলে তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদটি নিশ্চিত করেন ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হারুন আল মাকসুদ। ইমরান, ঘুড়ি উড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে স্থানীয় মতিন কাজী জানিয়েছেন এবং ফিসারী থেকে বাড়ি ফেরার সময় মোতালেব বজ্রপাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন আখালিয়া হেলথ সেন্টার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম কাজল। SHARES প্রচ্ছদ বিষয়: