বাউফলে প্রাথমিক শিক্ষক নেতা করোনা ভাইরাসে আক্রান্ত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ 88 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও মদনপুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪ জুন রাতে মেডিকেল রিপোর্ট পেয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২ জুন শরীরে জ্বর নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন। শিক্ষক নেতা রেজাউল করিম এ প্রতিনিধিকে বলেন, বৃহস্পতিবার রাতে ডিএসবি পুলিশের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত। আমি গত ২ জুন শরীরে জ্বর নিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখানে নমুনা দিয়ে আসার পরের দিন আমার জ্বর ভাল হয়ে গেছে। এখন আমার কোন উপসর্গ নেই। বর্তমানে বরিশালের বাসায় আছি। চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.রিয়াজুল হক বলেন, মে মাসের মাঝামাঝি সময়ে রেজাউল করিম শিক্ষা অফিসে এসেছিলেন। ঈদের পরে সম্ভবত তিনি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। SHARES সারা বাংলা বিষয়: