তাড়াশে মহিষের শিংয়ের আঘাতে কৃষকের মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ 240 Viewsমহসীন আলী,তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মহিষের শিংয়ের আঘাতে কৃষকের মৃত্যু হয়েছে। শ্রক্রবার বিকালে উপজেলার তালম ইউনিয়নের দেওঘর গ্রামে মৃত মুসলিম উদ্দিনের ছেলে কৃষক আব্দুর রহমানের মহিষের শিংয়ের আঘাতে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেওঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান। কৃষক আব্দুর রহমান শখ করে দুটি মহিষ পালতেছিলেন। তিনি তার মহিষ ঘাষ খাওনোর জন্য মাঠে নিয়ে গেলে হঠাৎ করে মহিষ তার শিং দ্বারা কৃষক আব্দুর রহমানকে বারবার আঘাত করে পেটে ঢুকে দেয়। তাৎক্ষনিক কৃষক মাঠেই মারা যান । এ বিষয়ে তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস-উজ জামান বলেন,বিষয়টি আমি শুনেছি। তার আত্মীয়দের সামাজিত দুরত্ব বজায় রেখে কাপনের দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: